Bangla
16 hours ago

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরযুক্ত পৃষ্ঠা প্রতিস্থাপন করেছে ঐক্যমত্য কমিশন: রিজভীর অভিযোগ

Published :

Updated :

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ জমা দেওয়ার সময় বিএনপির স্বাক্ষরযুক্ত একটি পৃষ্ঠা প্রতিস্থাপন করে অন্য একটি পৃষ্ঠা সংযোজন করেছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার খোলাগ্রামের বাসিন্দা গফুর মাল্লিককে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরযুক্ত কোনো পৃষ্ঠা নেই। অন্য পৃষ্ঠা যোগ করে সনদ জমা দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও প্রতারণামূলক কর্মকাণ্ড। জনগণের সঙ্গে এমন প্রতারণা করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “মুহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত কমিশনের কার্যক্রম ও সরকারের প্রতি মানুষ বিশ্বাস রেখেছিল। কিন্তু এই ধরনের প্রতারণামূলক ঘটনা কমিশনের ভেতর থেকে ঘটবে, তা মানুষ বিশ্বাস করতে পারবে না।”

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যা আইনীভাবে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন।

রিজভী অভিযোগ করেন, “প্রস্তুতকৃত সনদ বিকৃত ও প্রতারণামূলক। এটি জনগণের কাছে এক ধরণের জালিয়াতি।”

 

Share this news