Bangla
7 days ago

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে হিযবুত তাহরীর ঠেকাতে বিটিইবির কড়াকড়ি নির্দেশনা

Published :

Updated :

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের যেকোনো প্রচারণা রুখতে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। 

একইসঙ্গে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর মতাদর্শ থেকে সুরক্ষা দিতে ধর্মীয় বিষয়ের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। এ ধরনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও।

বুধবার (৯ জুলাই) বিটিইবির পাঠানো চিঠিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল স্কুল ও টেকনিক্যাল কলেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের এসব নির্দেশনা মানার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, হিযবুত তাহরীর বা অনুরূপ উগ্রপন্থি সংগঠনের প্রচারণা ও কার্যক্রম কঠোরভাবে দমন করতে হবে। শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয়, সে জন্য কোরআন-হাদিসের নির্ভরযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মাদকের কুফল নিয়ে প্রচার চালানো, প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি কারিগরি প্রতিষ্ঠানে গঠিত আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক আচরণ নজরদারিতে আনা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে কমিটিগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে বলা হয়েছে।

Share this news