Bangla
a day ago

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন

Published :

Updated :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ ও প্রতিনিয়ত দুর্ঘটনার প্রতিবাদে এবং মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রামু বাইপাস ফুটবল চত্বরে সম্মিলিত নাগরিক পরিষদ-রামুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রামু উপজেলার অর্ধশতাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৫৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম রুট হলেও এর অধিকাংশ অংশের প্রস্থ মাত্র ১৮ থেকে ৩৪ ফুট। সড়কে অনেক বাঁক এবং উপসড়ক থেকে হঠাৎ করে যানবাহন উঠে আসায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে খোলা ট্রাকে লবণ পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।

তারা বলেন, কক্সবাজার শুধু পর্যটন শহর নয়—এখানে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, টেকনাফ স্থলবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন ও বিশেষ শিল্পাঞ্চল। ফলে মহাসড়কটির গুরুত্ব অর্থনৈতিকভাবে আরও বেড়েছে। অথচ জাতীয় রাজস্বে কক্সবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে।

মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।

সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আকতারুল আলম, শিক্ষক হাফেজ আবদুল হক, ওলামা পরিষদের মোহসেন শরীফ, ও ‘অগ্রযাত্রা’ সংগঠনের পরিচালক নীলিমা আকতার চৌধুরী প্রমুখ। 

tahjibulanam18@gmail.com

Share this news