
Published :
Updated :

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ বিষয়ে তাঁরা বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে যাত্রা করা কক্সবাজার মেডিকেল কলেজে শিক্ষার্থী সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
শিক্ষার্থীরা জানান, কক্সবাজারের প্রায় ২৮ লাখ মানুষের জন্য বর্তমানে ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন ৫-৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপও সামাল দিতে হয় এই হাসপাতালে। কিন্তু এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউরো সার্জারি, হেমাটোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, এনআইসিইউ, বার্ন ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় রোগীদের প্রায়ই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো, যা ১৫০ কিলোমিটার দূরে এবং ব্যয়বহুল।
শিক্ষার্থীরা দাবি করেন, আধুনিক ৫০০ শয্যার হাসপাতাল স্থাপিত হলে কক্সবাজারের জনগণ ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম সহজ হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন ও নির্মাণকাজ শুরুর দাবি জানান।
মানববন্ধনে কক্সবাজার ইন্টার্ন ডক্টরস মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাম, শিক্ষার্থী আসিবুল হক, মিজানুর রহমান, আহসান সাকিব, ফাহিম হাসান, রাহাত হোসাইন, শাহাদাত হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.