Published :
Updated :
কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত উত্তর ডিক্কুল এলাকায় হারুনুর রশিদ মনির চৌধুরী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বিপরীত পাশে একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
তিনি জানান, নিহত মনির ও মাহমুদুল হক নামের আরেকজন একসঙ্গে কলেজের বিপরীত পাশে একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন। দুপুরে রান্নার জন্য মনির কাঁচা বাজার করতে বের হলে শরীরে অসুস্থতা অনুভব হওয়ায় বাসায় ফিরে আসে এবং বাজার করার জন্য মাহমুদুল হককে পাঠান। বাজারে গিয়ে মাহমুদুল মনিরের মোবাইল ফোনে একাধিকবার কল করে সাড়া পাননি, পরে বাসায় ফিরে গলায় দড়ি প্যাচানো অবস্থায় মনিরের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এবং এঘটনায় মাহমুদুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত মনিরের পরিবারের দাবি, সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। বিষয়টি অধিক তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ওসি ইলিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় রহস্য উদঘাটনে কাজ চলছে।
tahjibulanam18@gmail.com