Bangla
2 days ago

কক্সবাজারে নানা আয়োজনে বৌদ্ধপূর্ণিমা উদযাপিত

Published :

Updated :

কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধপল্লীর বিহারগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনটি পালনে বৌদ্ধ বিহারগুলোতে চলছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান।

রোববার (১১ মে) সকালে এ উপলক্ষ্যে রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে চুরাশি হাজার ধর্মস্কন্দ পূজা, সংঘদান ও অষ্ট উপকরণদানসহ বিভিন্ন কর্মসূচি।

এদিকে উখিয়ায় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে দীর্ঘ ২০ কিলোমিটার সড়কে গাড়িবহর যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়। শোভাযাত্রায় বৌদ্ধিক ঐতিহ্যপূর্ণ শিল্পকর্ম, ব্যানার ও ফেস্টুন সহকারে বুদ্ধসংকীর্তন গেয়ে মেতে উঠেন অংশগ্রহণকারী। 

রোববার সকাল সাড়ে ৭ টায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মরিচ্যা স্টেশন ঘুরে শোভাযাত্রাটি মধ্যরত্মা রত্নাংকুর বৌদ্ধ গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্টিত হয় সদ্ধর্ম সভা, অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান ও জ্ঞাতি সম্মেলন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। 

এছাড়াও কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন বৌদ্ধ পল্লীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকালে প্রত্যেক বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, উপোসথ গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুদ্ধ পূর্ণিমার দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

tahjibulanam18@gmail.com 

Share this news