
Published :
Updated :

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সোহেল আহমেদ বাহাদুর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর আহমেদের জ্যেষ্ঠ পুত্র। বাহাদুরের পরিবারের দাবি, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপন নয়, বাসায় ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।

For all latest news, follow The Financial Express Google News channel.