Bangla
6 days ago

কলমানি বাজার উদ্ধারে এসডিএফ সুদহার কমে ৮ শতাংশে

Published :

Updated :

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)-এর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ দশমিক ০ শতাংশে নামিয়ে এনেছে। বর্তমান হার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। নীতি নির্ধারকরা এই পদক্ষেপকে বড় ধরনের মুদ্রানীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম জানিয়েছেন, উদ্বৃত্ত তহবিল থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর এসডিএফ যন্ত্রপাতির ক্রমবর্ধমান ব্যবহারকে নিরুৎসাহিত করতে এবং কলমানি বাজারকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে, নীতিগত সুদের হার ও স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি অপরিবর্তিত থাকছে যথাক্রমে ১০ শতাংশ ও ১১ দশমিক ৫০ শতাংশে। 

'দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস'  'কল মানি মার্কেট আস্থার ঘাটতির মধ্যে পতনশীল / সুস্থ ব্যাংকগুলো কম মুনাফা সত্ত্বেও এসডিএফ-এ উদ্বৃত্ত তহবিল রাখছে' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের একদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, জুন মাসে সমৃদ্ধ ব্যাংকগুলো এসডিএফ-এ ৭২৭ দশমিক ৩০ বিলিয়ন টাকা জমা করেছে, যা আগের মাসের ২৮২ দশমিক ২২ বিলিয়নের তুলনায় ১৫৮ শতাংশ বেশি। 

অন্যদিকে, ২০২৫ সালের জুনে কলমানি মার্কেটে লেনদেন হয়েছে ৮৮৭ দশমিক ৯০ বিলিয়ন টাকা, যা মে মাসের ১ দশমিক ০৪ ট্রিলিয়নের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “কলমানি বাজারে কোন জামানত প্রয়োজন হয় না, তাই অধিকাংশ আর্থিকভাবে শক্তিশালী বাণিজ্যিক ব্যাংক, বিশেষ করে বিদেশি ব্যাংকগুলো, নিরাপদ ও নিশ্চিত মুনাফার জন্য এসডিএফ ব্যবহার করে।”

ওই কেন্দ্রীয় ব্যাংকার মনে করেন, এই সিদ্ধান্ত ব্যাংকগুলোকে তাদের উদ্বৃত্ত তহবিল এসডিএফ-এ রাখতে নিরুৎসাহিত করবে, কারণ জুন মাসে কলমানি বাজারে গড় সুদের হার (ডব্লিউএআর) ১০ দশমিক ৩৫ শতাংশ রেকর্ড করা হয়েছিল।

তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ অবশ্যই স্বচ্ছল ব্যাংকগুলোর আয় কিছুটা কমাবে, কিন্তু এটি বিদ্যমান আন্তঃব্যাংক আস্থা ঘাটতির কারণে কলমানি বাজারকে পুনরুজ্জীবিত করতে খুব সামান্যই অবদান রাখবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, এসডিএফ-এর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত মুনাফার ওপর প্রভাব ফেলবে, তবে কলমানিতে উদ্বৃত্ত তহবিল বিনিয়োগের সিদ্ধান্ত ব্যাংকের প্রতিপক্ষ এবং অরক্ষিত অ-বাণিজ্যিক ক্রেডিট সীমার প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন,  বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ব্যাংকের উদ্বৃত্ত ক্রেডিট ব্যবহার করার খুব কম বিকল্প আছে। 

এক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, এসডিএফ-এর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর মাধ্যমে আন্তঃব্যাংক স্পট বাজারে নড়বড়ে কলমানি বাজারকে চাঙ্গা করা সম্ভব হবে না।

এছাড়া তিনি  বলেন, "৮ দশমিক ০ শতাংশের হার বর্তমান বিনিয়োগ প্রেক্ষাপটে এখনও বেশি, কারণ এটি সম্পূর্ণ সুরক্ষিত। আমাদের কলমানিকে সুরক্ষিত করতে হবে। যদি আমরা তা করতে পারি, তবে এটি অবশ্যই গতিশীল হবে।" 

Share this news