Published :
Updated :
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এবার দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২ জুলাই) কৃষি গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করা হয়। আগামী ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ১১টি কেন্দ্র ও উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ টি কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) , চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) , খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।
এবার কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৭১৮টি। গত বছরের তুলনায় এবার আসন সংখ্যা বেড়েছে ১৭০টি। গতবছর আসন ছিল ৩ হাজার ৫৪৮টি। এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিবেন ৭৫ হাজার ১৬ জন শিক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার বাকৃবিতে ১১১৬টি, শেকৃবিতে ৬৯৮টি, বশেমুরকৃবিতে ৪৩৫টি, পবিপ্রবিতে ৪৪৮টি, সিভাসুতে ২৭০টি, সিকৃবিতে ৪৩১টি, খুকৃবিতে ১৫০টি, হকৃবিতে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।
বিগত বছরগুলোতে আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছে যুক্ত হয়েছে।