Bangla
6 hours ago

কুমিল্লায় পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Published :

Updated :

কুমিল্লার সদর উপজেলার চানপুর এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ খোকন মিয়া (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

খোকন মিয়া পাচথুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং মৃত ইউনুস মিয়ার ছেলে।

সেনাবাহিনী জানায়, একটি পিস্তল তিনি নিজ বাড়িতে না রেখে এক শিশুর মাধ্যমে জহিরুল হকের বাসায় পাঠান। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মিমি ক্যালিবারের একটি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন।

জিজ্ঞাসাবাদে জহিরুল হক পিস্তলটির মালিক হিসেবে খোকন মিয়ার নাম প্রকাশ করেন। তথ্য-উপাত্ত যাচাই করে সেনাবাহিনীও তা নিশ্চিত করে।

ঘটনার পর খোকন মিয়াকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মো. আলম নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। সেনাবাহিনী একে সন্ত্রাসবিরোধী একটি সাহসিকতাপূর্ণ অভিযান হিসেবে উল্লেখ করেছে।

Share this news