Bangla
2 days ago

মাছ ধরে ফেরার পথে ২১ জেলেকে আটক করল আরাকান আর্মি

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে  সেন্টমার্টিনের আগে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে আটক করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেয়া হয় । বুধবার বিকেল ৩টার দিকে সাগরে মাছ শিকার শেষে ফিরছিলেন জেলেরা। তবে জেলেদের জাল ও মাছ লুট করেছে সশস্ত্র গোষ্ঠীটি। 

আরাকান আর্মির হাতে জেলেদের আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ। বোট মালিকরা বলেন, দীর্ঘদিন সরকারি বন্ধ ও বৈরী আবহাওয়া শেষে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌরসভাসংলগ্ন কায়ুকখালী ঘাট থেকে অর্ধশতাধিক মাছ ধরার বোট সাগরে বের হয়।

মাছ শিকার শেষে গতকাল বিকেলে টেকনাফ ঘাটে ফেরার পথে সাগরে আয়ুব, আবদুল হামিদ ও নুরু মাঝির ট্রলার ধাওয়া করে আরাকান আর্মি। এ সময় তারা অস্ত্রের মুখে তিন ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে যায়। চার ঘণ্টা পর ট্রলারসহ জেলেদের ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ-জাল লুট করে তারা। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, বারবার জেলেদের আটক করছে আরাকান আর্মি। এতে সাগরে মাছ ধরার নিরাপদ পরিবেশ নেই।  

গত ১১ জুন সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়। ১৪ জুন ১৫ জন জেলেকে নিয়ে যাওয়া দুটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগরে আটক করে আরাকান আর্মি। এ ঘটনার পর থেকে ভয়ে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যায়। গতকাল আবারও একই ঘটনা ঘটল। 

tahjibulanam18@gmail.com

Share this news