Bangla
2 days ago

মাইক্রোক্রেডিটই হলো ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

Published :

Updated :

প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রোক্রেডিটই হলো ব্যাংকিংয়ের ভবিষ্যৎ। তাই এনজিও ভাবনা থেকে বেরিয়ে এসে একে ব্যাংকিংয়ের কাঠামোয় আনতে হবে। এ লক্ষ্যে তিনি মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন।

শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রোক্রেডিট এখনো এনজিও রূপে চলছে, কিন্তু তা থেকে বেরিয়ে ব্যাংকিং মনোভাব গ্রহণ করতে হবে। জামানতবিহীন, বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত এই ব্যাংকিংই মানুষের জন্য কার্যকর ও বাস্তবসম্মত।

তিনি বলেন, "আগে বলা হতো আমাদের গ্রামীণ ব্যাংককে ব্যাংক বলা যাবে না। কিন্তু বাস্তবে, আমরা বিশ্বাসের ওপর ব্যাংক চালিয়েছি। আর এখন দেখা যাচ্ছে, তথাকথিত বড় ব্যাংকগুলোই আজ ধসের মুখে, টাকা লোপাট হয়ে যাচ্ছে। অথচ মাইক্রোক্রেডিট খাত থেকে কেউ টাকা নিয়ে পালিয়ে যায়নি।"

প্রফেসর ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের সাফল্যের পর বহু এনজিও একই পথে এগোতে থাকে এবং বিভিন্ন অসঙ্গতি দেখা দেয়, তখনই একটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন অনুভব করা হয়। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গঠিত হয়।

তিনি বলেন, “আমরা শুরুতে বলেছিলাম—বাংলাদেশ ব্যাংক যদি মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা হবে ইউরোপিয়ান ফুটবলের রেফারি দিয়ে আমেরিকান ফুটবল চালানো। এটা হবে বিশৃঙ্খলা।”

প্রফেসর ইউনূস আরও বলেন, মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক মডেল হয়ে উঠেছে। বহু দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে। 

Share this news