Bangla
2 days ago

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

Published :

Updated :

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে এক অজ্ঞাতনামা যুবতীর (২০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি এ এস এম ইকবাল।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় একটি মোবাইল ফোনে তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। রাত ৮টার দিকে স্থানীয় এক নারীর সহায়তায় মরদেহটি নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

ওসির ভাষ্যমতে, নিহতের বয়স আনুমানিক ২০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং পরনে কোনো পোশাকও পাওয়া যায়নি।

মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তে পিবিআই চাঁদপুর ইউনিটকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news