Bangla
4 days ago

মিরপুর শেওড়াপাড়ায় ভবনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

Published :

Updated :

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ভবনটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুন লাগা ভবনটিতে বসবাসের পাশাপাশি একটি মার্কেটও রয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Share this news