মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক, তদন্তের নির্দেশ
Published :
Updated :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "মিরপুরে ঘটে যাওয়া এই দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অগ্নিকাণ্ডে মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন।"
আজ বুধবার (১৫ অক্টোবর) রোমে সংবাদমাধ্যমকে ব্রিফিংকালে প্রেস সচিব আরও বলেন, "আমরা আহত পরিবারগুলোর পাশে আছি।"
শফিকুল আলম জানান, বাংলাদেশের রাসায়নিক কারখানাগুলোতে আগেও এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও দেখা যায় কিছু মানুষ বেআইনিভাবে এসব কারখানা গড়ে তোলে।
ড. ইউনুস আজ সকালেই দুই দিনের রোম সফর শেষ করে দেশে ফেরেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১:৪০ এর দিকে রাসায়নিক গুদামে আগুন লাগে এবং পরে তা আনোয়ার ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরি ও শাহ আলম রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছে।