Published :
Updated :
আজ রোববার মিরপুরের ভাষানটেক এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।