Bangla
3 days ago

মোরেলগঞ্জে দুদকের অভিযান: এলজিইডির প্রকল্পে অনিয়মের অভিযোগ

Published :

Updated :

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে কালিখোলা থেকে বলভদ্রপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন কর্মকর্তারা।

দুদক জানায়, পরিদর্শনে দেখা গেছে, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের বাধায় তা সরিয়ে নিয়ে পরে প্রকৌশলীদের তত্ত্বাবধানে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন হয়।

সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, "আমরা আরও কয়েকটি প্রকল্প পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে কাজগুলো ভালো মনে হয়েছে। তবে টেন্ডারসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" 

এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর মতে, নিয়মিত তদারকির মাধ্যমে ভবিষ্যতে অনিয়ম অনেকটাই কমে আসবে।

saifulpress24@yahoo.com 

Share this news