Bangla
2 days ago

মোরেলগঞ্জে মুখমন্ডলে টেপ প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Published :

Updated :

বাগেরহাটের মোড়েলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২৮ এপ্রিল) বেলা ৭টার দিকে তাফালবাড়ি এলাকায় তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে থানার ওসি মো. রাকিব আল হাসান বলেন, মরদেহটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে হাসান শেখের। সে একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলো। তার মুখমন্ডলে কসটেপ প্যাঁচানো রয়েছে।

ভ্যান শ্রমিক হাসান শেখ পরিকল্পত হত্যাকান্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। 

Share this news