Bangla
2 days ago

মোরেলগঞ্জে পারিবারিক বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

Published :

Updated :

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সুনীল মাতা (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তারই বড় ভাই ও ভাতিজা। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত সুনীল মাতা স্থানীয় সুধাংশু মাতার ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ পরিবার নিয়ে ওই গ্রামে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিকেলে এক দফা বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই রাত ৯টার দিকে বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নীলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে সুনীল মাতাকে নিজ বাড়ির সামনে কুপিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

Share this news