Bangla
2 months ago

নাঈমুল ইসলাম খান ও পরিবারের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

Published :

Updated :

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, মেয়ে লাবিবা নাঈম খান, জুলিকা নাঈম খান ও আদিভা নাঈম খানের ওপর মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক তার আবেদনে বলেছে, খানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং সেই অর্জিত অর্থের উৎস গোপন করার অভিযোগ রয়েছে। তার ও তার পরিবারের সদস্যদের নামে ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৮৬ কোটি টাকা জমা এবং ৩৭৯ কোটি টাকা তোলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন সংস্থা।

দুদক বলেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা উচিত।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর ট্যাক্স ফাইল জব্দ করার নির্দেশ দেন আদালত।

Share this news