নারী সংস্কার কমিশন ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়: জামায়াতের আমির
Published :
Updated :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো স্ববিরোধী।
তিনি বলেন, তারা একদিকে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলছে, আবার নারীদের জন্য কোটার দাবি করছে। সমান অধিকার চাইলে কোটার প্রয়োজন কেন?
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের এক সেমিনারে তিনি বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। অথচ এই কমিশন ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।
তিনি আরও জানান, কমিশনের প্রতিবেদন কোরআন-হাদিসের পরিপন্থী হওয়ায় তারা তা প্রত্যাখ্যান করছেন। একইসঙ্গে কমিশনের সদস্যদেরও প্রত্যাখ্যানের আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, “ছোটবেলায় আমরা সকালে মক্তবে যেতাম, এখন তা পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে। সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে।”
তিনি জানান, দেশের বিশাল সংখ্যক নারীর প্রতিনিধিত্ব ছাড়া কোনো কমিশন গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
সেমিনারে তিনি ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ভাগ ভাগ করে আর কেউ মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না।”