Published :
Updated :
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে প্রায় ২০০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
বুধবার বিকেলে এই জালগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।