Bangla
2 days ago

নাটোরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Published :

Updated :

নাটোরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মজিবর সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান জানান, সকালে মজিবর রহমান একটি সিএনজিতে করে কাঁচামাল কিনতে স্টেশন বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news