Bangla
18 days ago

নববর্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার চান প্রধান উপদেষ্টা

Published :

Updated :

২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 
 
বাংলা নববর্ষ, ১৪৩২ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই অভ্যুত্থান আমাদের অনুপ্রাণিত করে একটি শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে। তিনি আরও বলেন,  বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার। 
 
বাণীতে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, "চলুন আমরা পুরোনো বছরের দুঃখ-বেদনা, গ্লানি ও অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনের পথে এগিয়ে যাই।" 
 
প্রফেসর ইউনূস বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এটি সম্প্রীতির এবং মিলনের দিন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি একত্রিত হয়।
 
তিনি জানান, বাংলা নববর্ষ পালনের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময় ‘ফসলি সন’ হিসেবে, যা আজ অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।
 
নববর্ষ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান ও উদ্যোগের সফলতা কামনাও করেছেন তিনি।

Share this news