Published :
Updated :
নিয়মিত বাংলাদেশি আলু রপ্তানি হচ্ছে প্রতিবেশি দেশ নেপালে। এতে করে আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানির বিভিন্ন পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে। গত কয়েক মাস ধরে এখন পর্যন্ত বন্দরটি দিয়ে নেপালে এখন পর্যন্ত ৮ হাজার ১০৬ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
বুধবার দুপুরে বন্দরটি দিয়ে ৬৯৩ মেট্রিক টন আলু নেপালে গেছে। এর আগে গত রোববার বন্দরটি দিয়ে চলতি মৌসুমের সর্বোচ্চ ৭১৪ মেট্রিক টন আলু নেপালে রপ্তানী হয়েছে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
তিনি জানান, আজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৩টি পণ্যবাহী ট্রাকে করে ৬৯৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। ফার্স্ট ডেলিভারি, থিংকস টু সাপ্লাইসহ বেশ কয়েকটি আমদানি কারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করেছেন। আলুগুলো বেশির ভাগ লোড হয়েছে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় এলাকা থেকে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।