Published :
Updated :
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
রবিবার (১৩ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ ১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায়। ৩৬ মিনিটে সাগরিকার গোল ব্যবধান বাড়িয়ে নেয় ২-০ তে।
বিরতির পর ঘুরে দাঁড়ায় নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে তারা। ৮৬ মিনিটে সমতা আনে হিমালয়ের দেশটি। তবে ইনজুরি সময়ে তৃষ্ণার দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।