Bangla
10 hours ago

নৌবাহিনীর সাবেক প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

Published :

Updated :

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সরওয়ার জাহান নিজাম ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন নৌবাহিনীর প্রথম ভাইস অ্যাডমিরাল।

Share this news