Bangla
7 days ago

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি দোকান পুড়ে ছাই

Published :

Updated :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলিয়ে ৯টি দোকান পুড়ে গেছে।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। ঠিক সে সময় উত্তর বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

খুব অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা আগুন দেখে নিজেরা নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন।

প্রথমে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং কিছুক্ষণ পর চৌমুহনী ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় দুই ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে বাজারের মুদি দোকান, চায়ের দোকানসহ অন্তত ৯টি দোকান আগুনে পুড়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় কাজ করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। 

Share this news