Bangla
4 days ago

অবৈধ ট্রলিং বোটসহ নয় জেলে আটক

Published :

Updated :

কক্সবাজারে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে  কোস্টগার্ড।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন৷ 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার সদর থানাধীন ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি সরানো হয় এবং বোটে থাকা ২ টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়। এছাড়াও মালিক পক্ষ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

Share this news