Bangla
7 months ago

অহংকার, হিংসা ও অবিচারকে কোরবানির আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ

Published :

Updated :

পশু নয়, অহংকার, হিংসা ও অবিচারকে কোরবানির আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলেন, "ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ।" 

উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, "পশু কোরবানি আমাদের এক ধর্মীয় দায়িত্ব, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো-তা এক মানবিক কর্তব্য। আসুন, ঈদের আনন্দে কেউ যেন না থাকে বঞ্চিত, সাম্য আর সহযোগিতায় গড়ে তুলি সুন্দর সমাজ। ঈদ মোবারক। ত্যাগ হোক উন্নয়নের মূলমন্ত্র।" 

Share this news