Published :
Updated :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ শেষ হচ্ছে। এই কমিশন চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠন করা হয়েছিল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রথমে কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা অনুযায়ী ১৫ আগস্ট মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্রম শেষ না হওয়ায় এর মেয়াদ দুই দফায় এক মাস করে বাড়ানো হয়। সর্বশেষ তৃতীয় দফায় সরকার কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করেছে।
জাতীয় ঐকমত্য কমিশন মূলত নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত অন্যান্য কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে থাকে।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.