Bangla
2 days ago

অনুমতি ছাড়া হজে না যেতে বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান

Published :

Updated :

ধর্ম মন্ত্রণালয় হজের সুষ্ঠু ও শৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে বাংলাদেশি নাগরিকদের অনুমতি ছাড়া হজ পালনে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

দেশে ও সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি এই অনুরোধ জানিয়ে বলা হয়েছে, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ-সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে, হজ বিধিমালা লঙ্ঘনকারী ভিজিট ভিসাধারীদের সহায়তা করা, যেমন- তাদের হোটেল বা বাসায় রাখা, পরিবহন বা সংরক্ষিত এলাকায় প্রবেশে সহায়তা করা থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। 

সৌদি সরকার হজের সময় অতিরিক্ত ভিড় এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে। এসব নিয়ম অনুযায়ী, হজের জন্য অনুমোদিত পারমিট, বৈধ ইকামা বা মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণ ছাড়া কেউ পবিত্র নগরীতে প্রবেশ করতে পারবে না। এই বিধান কার্যকর থাকবে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত।

হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি বহিষ্কার এবং ১০ বছর সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করার বিধান রয়েছে। অপরাধে সহায়তা করলে জরিমানা হতে পারে এক লাখ রিয়াল পর্যন্ত, এমনকি যানবাহন বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উভয়েই হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের বিধি অনুসরণ এবং সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের নাগরিকরা হজের পবিত্রতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং ২০২৫ সালে সফল হজ ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে। 

Share this news