Published :
Updated :
অপরাধীর দলীয় পরিচয় নয়, অপরাধই আমাদের বিবেচ্য—এমন মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্থানীয় চাঁদাবাজি বা ব্যবসায়িক বিরোধ থেকে ঘটতে পারে।
গণপিটুনির ঘটনায় তিনি বলেন, “আইন কেউ হাতে তুলে নিতে পারে না। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
এছাড়া বোমা হামলার গুজবে গ্রেফতার এবং চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার আসামি ধরার ঘটনাও তুলে ধরেন র্যাব প্রধান।