Bangla
a month ago

পানেরছড়ায় মাটি কাটার স্কেভেটর ও ডাম্পার জব্দ 

Published :

Updated :

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ডাম্পার ( মিনি ট্রাক) ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। তবে এসময় দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে তুলাবাগান বিটে এই  অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম। 

তিনি জানান, রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার তথ্য পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

শরীফ আরও বলেন, অবৈধভাবে পাহাড়,  মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম । 

উক্ত অভিযানে অংশ নিয়েছিলেন পানেরছড়া বিট কর্মকর্তা, রেঞ্জের অন্যান্য সকল বনপ্রহরী, ধোঁয়াপালং রেঞ্জের সদর বিট কর্মকর্তা ও বনপ্রহরী, এছাড়া কক্সবাজার দক্ষিণ বন বিভাগের স্পেশাল টিম ও রামু থানা পুলিশ। 

Share this news