Bangla
4 days ago

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি

Published :

Updated :

ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন।

রোববার এফই-এর সাথে কথা বলতে গিয়ে  শেখ মোহাম্মদ মারুফ এই তথ্য স্বীকার করেছেন।

অভিজ্ঞ এই ব্যাংকার বলেন, "হ্যাঁ, আমি রবিবার পদত্যাগ করেছি। কোনও সমস্যা হয়নি। ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কিছুটা সময় ছুটি নেব।" 

পূর্ববর্তী ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হকের মৃত্যুর পর তিনি ব্যাংক পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

jubairfe1980@gmail.com 

Share this news