Published :
Updated :
বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আলী ইমাম মজুমদার উপদেষ্টার মর্যাদা উপভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো করা হয়েছে।
১৯৫০ সালে জন্মগ্রহণ করা আলী ইমাম মজুমদার ১১ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে প্রশাসন ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
তিনি ১৯৯৭ সালে সিলেট জেলা এবং কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০৬ এর ৩১ অক্টোবর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিযুক্ত হন।
২০০৬ এর ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব হন। ২০০৭ সালের মে মাসে, তিনি বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের পদমর্যাদা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেন।
তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আলী ইমাম মজুমদার ২৮ নভেম্বর ২০০৮ সালে সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন।