Bangla
9 days ago

পরীমনির দায়ের করা মানহানির মামলা খারিজ

Published :

Updated :

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এ আদেশ দেন।

বিচারক জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ায় পূর্ববর্তী আইনের ২৮ ও ৩১ ধারায় করা অভিযোগ এই নতুন আইনে অন্তর্ভুক্ত নয়, তাই মামলা খারিজ করা হয়েছে।

গত ২৩ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তার ও চারটি গণমাধ্যম; সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবরের বিরুদ্ধে এই মামলা করেন পরীমনি।

অভিযোগে বলা হয়, গৃহকর্মী পিংকি আক্তার পরীমনির বাসা ছেড়ে যাওয়ার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, যা প্রচারের মাধ্যমে পরীমনিকে সমাজে হেয় করা হয়েছে।

মামলাটি শুরু থেকেই আলোচনায় থাকলেও নতুন আইন কার্যকর হওয়ায় তা আর এগোয়নি।

Share this news