'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে', এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিডি ক্লিনের কার্যক্রম শুরু
Published :
Updated :
"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" – এই মানবিক স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় শেরপুর উপজেলার ধুনট মোড় এবং খাদ্য গুদামের আশপাশের এলাকায় বিডি ক্লিন শেরপুর উপজেলা টিমের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির মাধ্যমে কেবল পরিবেশ পরিচ্ছন্ন করাই নয়, মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানটি দুপুর ১২টায় শেষ হয়।
এই জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দেন বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব, শেরপুর উপজেলা উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ, সহকারী সমন্বয়ক মামুনুর রসীদ এবং আইটি ও মিডিয়া দায়িত্বে থাকা এনামুল হক।
এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, সাংবাদিক এবং তরুণ সমাজের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়াও, শফিকুল ইসলাম শিরু, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, জাহিদ হাসান (সাব-রেজিস্ট্রি অফিস), এডুকেয়ার স্কুলের পরিচালক সুমন আরোবি এবং সাংবাদিক জাহিদ হাসান পরামর্শদাতা হিসেবে পাশে থেকে সহযোগিতা করেন।
শেরপুর উপজেলা সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান এই বিষয়ে বলেন, "আমরা শুধু ময়লা পরিষ্কার করছি না, আমরা মানুষের মনেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের টিমের প্রতিটি সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে, কারণ আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা মানেই উন্নত ও মানবিক সমাজ।" তিনি সকলের সহযোগিতা কামনা করে আরও জানান যে, এই ধরনের দুটি কার্যক্রম প্রতি সপ্তাহে অব্যাহত থাকবে।
পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আশিক খান। তিনি শেরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিডি ক্লিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "পরিচ্ছন্নতা হচ্ছে নাগরিক দায়িত্ব। বিডি ক্লিনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করছে।" তিনি আরও বলেন যে, উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিডি ক্লিনকে সহযোগিতা অব্যাহত থাকবে।