Bangla
a month ago

পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

Published :

Updated :

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আগামী ২০ জুনের মধ্যে দেশে ফিরে দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে আসাদ আলম সিয়ামকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে নতুন সচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সচিব করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ২১ মে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জসীম উদ্দিন নিজেই দায়িত্ব ছাড়তে আগ্রহ প্রকাশ করেছেন, এবং শিগগিরই নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

Share this news