Bangla
7 days ago

‘প্রয়োজনে লসে থাকা রেলপথ অন্যস্থানে বসানো হবে’: শেখ মইনউদ্দিন

Published :

Updated :

পরিকল্পিতভাবে রেলকে সাজানো হবে বলে জানিয়েছেন, রেল ও সড়ক পথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ মইনউদ্দিন বলেন, ‘কারও ইচ্ছায় রেলপথ যেন কোনো দিকে না যায় তা নিশ্চিত করা হবে। এছাড়া কোন লাইন লাভজনক নয়, একেবারে লসে যাচ্ছে; এগুলো দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে লসে থাকা রেলপথ তুলে অন্যস্থানে বসানো হবে’।

তিনি আরও বলেন, ‘শুধু যাত্রী পরিহন নয়, সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলপথে পণ্য পরিবহনের বিষয়গুলো সংযুক্ত করা হবে যাতে ব্যবসাটাকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া যায়। এবার কোনো অপরিকল্পিত কাজ করা হবে না, যা হবে পরিকল্পিতভাবে করা হবে।’ এ লক্ষ্যে গবেষণা শুরু হয়েছে। এ বছর ডিসেম্বর মাসের মধ্যে গবেষণা শেষ হলে তারপর কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

এ সময় পশ্চিমাঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাসসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news