Bangla
2 days ago

পুলিশ কর্মকর্তা ইশতিয়াককে কারাগারে প্রেরণের নির্দেশ

Published :

Updated :

জুলাই আন্দোলন দমনকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ড্রোনের মাধ্যমে ছাত্র-জনতার অবস্থান শনাক্ত করে সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব ও আওয়ামী লীগ ক্যাডারদের সরবরাহ করে হত্যা ও নির্যাতনে সহায়তা করার অভিযোগ রয়েছে ইশতিয়াকের বিরুদ্ধে। তিনি সাবেক এডিসি ও সিটিটিসি’র সাইবার ফরেনসিক বিভাগের প্রধান ছিলেন। পরোয়ানাভুক্ত এই আসামিকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। সেই সময় আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 

Share this news