Published :
Updated :
জুলাই আন্দোলন দমনকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ড্রোনের মাধ্যমে ছাত্র-জনতার অবস্থান শনাক্ত করে সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব ও আওয়ামী লীগ ক্যাডারদের সরবরাহ করে হত্যা ও নির্যাতনে সহায়তা করার অভিযোগ রয়েছে ইশতিয়াকের বিরুদ্ধে। তিনি সাবেক এডিসি ও সিটিটিসি’র সাইবার ফরেনসিক বিভাগের প্রধান ছিলেন। পরোয়ানাভুক্ত এই আসামিকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, যার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। সেই সময় আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।