Bangla
18 hours ago

রাদওয়ান মুজিবের বিরুদ্ধে দুদকের মামলা

Published :

Updated :

অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, রাদওয়ান মুজিব নিজের নামে ২ কোটি ৮৯ লাখ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ২ কোটি ১৩ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৪৯ লাখ টাকার অস্থাবর সম্পদ। এসব সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এছাড়া, তিনি তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৪৮ লাখ টাকা জমা ও ৫ কোটি টাকা উত্তোলনসহ মোট ১২ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, তার নামে কোনো ব্যবসা-বাণিজ্যের অস্তিত্ব আয়কর নথিতে পাওয়া যায়নি। তার একটি স্থাবর সম্পদ পরিবারের সদস্য, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে হেবা হিসেবে পাওয়া বলে দাবি করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে, এটি দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Share this news