Published :
Updated :
রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফায় সপ্তম দিনের মত দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার ( ২৯ জুন ) সকাল সাড়ে দশটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।
আলোচনায় সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। উপস্থিত রয়েছেন কমিশনের অন্যান্য সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, কমিশন কোনো পক্ষ নয়, বরং রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের অর্পিত দায়িত্ব পালন করছে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কমিশন অনেক ক্ষেত্রে নমনীয় থেকেছে, কারণ এসব দল জনগণের বড় অংশকে প্রতিনিধিত্ব করে।
তিনি জানান, আলোচনা থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব বিবেচনায় নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। কমিশনের লক্ষ্য, জুলাই মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য সনদ তৈরি করা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় সংবিধান পরিবর্তন না হয়, তা সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। ব্যক্তির ক্ষমতা সীমিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক রক্ষাকবচ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।