Bangla
2 days ago

রামুতে রেললাইনে ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

Published :

Updated :

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তাঁর শিশু সন্তানসহ অজ্ঞাতপরিচয় আরও দুই যাত্রী মারা গেছেন। ওই দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ওসি তৈয়বুর রহমান আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই চার যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রশিদনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বদি আলম। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

রেল স্টেশনের রামু সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার ধলিরছড়া এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি সিএনজিচালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।

tahjibulanam18@gmail.com 

Share this news