Bangla
10 months ago

রাতে মেট্রোরেলের সময় বাড়ছে আধা ঘণ্টা

Published :

Updated :

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে।

আগামী শনিবার থেকে নতুন এই সময়সূচিতে মেট্রো ট্রেন চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই থেকে রাত সোয়া ৮টা এবং সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত যাবে।

তবে মেট্রোরেলের নতুন সময়সূচির সুবিধা সবাই পাবেন না। কেবল এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা শেষ দুটি ট্রেনে যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকেট দিয়ে ওই দুটি ট্রেনে চড়া যাবে না।

বর্তমানে সময়সূচিতে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল, যা শুরু হয়েছে গত ৩১ মে থাকে।

শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এর পরের ধাপে ৬, তারপর ১২ ঘণ্টা সময় বাড়ানো হয়। এখন সাড়ে ১২ ঘণ্টার সময়সূচিতে এল মেট্রোরেল।

ধাপে ধাপে সময় বাড়িয়ে একসময় মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে বলে এর আগে জানিয়েছিল কর্তৃপক্ষ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে।

পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। মেট্রোরেলের এখন সাপ্তাহিক ছুটি এখন শুত্রুবার।

আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Share this news