Bangla
3 days ago

রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে

Published :

Updated :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যা চেস্টা মামলায় রংপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ মশিউর রহমান খানের  আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এই আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হোসেন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হক প্রামাণিক।

এর আগে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নেন।জামিনের মেয়াদ শেষ হওয়ার রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

Share this news