রংপুরে ক্লিনিকের অপারেশন থিয়েটার ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
Published :
Updated :
বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার এবং একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ।
অভিযানে দেখা যায়, ডিউটি ডাক্তার না থাকা, অনুমোদনের তুলনায় অতিরিক্ত শয্যা থাকা, অপারেশন থিয়েটার মানসম্মত না থাকা—এমন নানা ধরনের অনিয়ম। এসব কারণে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। অপরদিকে, নানা অনিয়মের কারণে রহমানিয়া ডায়াগনস্টিক সেন্টারও সিলগালা করা হয়েছে।
সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও ছিল।”
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, “রোগীরা প্রত্যাশিত ও মানসম্মত সেবা পাচ্ছে না। বিশেষ করে ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তার নেই।”
তিনি আরও জানান, “এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর মহানগরীসহ বিভাগের প্রতিটি সরকারি-বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং করা হচ্ছে। যেখানেই ব্যত্যয় ঘটবে, সেখানেই অভিযান চালানো হবে।”
sayedmofidulbabu@gmail.com
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.