Published :
Updated :
রংপুর নগরীর নজিরেরহাট বাজারে শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার।
এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর নজিরেরহাট বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ বলেন, “রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে বাজারের ছোট-বড় মিলিয়ে মোট ৬টি দোকান পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৬ লাখ টাকার মত।”