Bangla
3 days ago

রংপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক ২

Published :

Updated :

রংপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলো রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার একাব্বর ইসলামের ছেলে নাঈম ইসলাম (২০) এবং একই গ্রামের পেয়ারুল ইসলামের ছেলে মো. হাসানুর ইসলাম (২২)।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে টিআরসি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় ২০১৩ নম্বর কক্ষে পরীক্ষার্থী নাঈম ইসলাম গোপনে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দেয় কেন্দ্রের বাইরে থাকা তার বন্ধু হাসানুর ইসলামের কাছে। হাসানুর প্রশ্নের সমাধান করে সেগুলো আবার ইমোর মাধ্যমে নাঈমের কাছে পাঠিয়ে দেয়। এরপর নাঈম মোবাইল ফোন লুকিয়ে রেখে সেগুলো দেখে উত্তরপত্রে লিখতে থাকে।

বিষয়টি সেখানে দায়িত্বরত পরীক্ষকের চোখে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের পর নাঈম জানায়, মূসা নামের আরও একজন বন্ধুর সহায়তায় সে টাকার বিনিময়ে এই কাজ করেছে। পরে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসানুরকেও আটক করে ডিবি পুলিশ। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মূসাকেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

sayedmofidulbabu@gmail.com 

Share this news