Bangla
8 days ago

রংপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

Published :

Updated :

বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হলে ১ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এর আগে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে সিভিল সার্জনের কার্যালয় সামনে এসে জড়ো হন তারা। বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টা এ কর্মসূচি চলে।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি হচ্ছে: নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান; ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ; পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ; পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত সকল কর্মরত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে আত্তীকরণ; টাইম স্কেল ও উচ্চতর গ্রেড অন্তর্ভুক্ত করে পুনঃনির্ধারিত বেতন স্কেল প্রদান; এবং পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডে সরাসরি অন্তর্ভুক্তি করা।

এ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. মাসুদার রহমান, রংপুর জেলা সভাপতি শাহ মো. শামিম হোসেন, সাধারণ সম্পাদক মো. আনিস রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. মারজান মিয়া। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দও বক্তব্য দেন।

sayedmofidulbabu@gmail.com 

Share this news